হুলাইন ছালেহ-নূর কলেজ প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী প্রস্তুতিসভা

101

হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব সফল করার জন্য গতকাল সন্ধ্যায় আন্দরকিল্লা অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা পুনর্মিলনী প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক জনাব আবু তাহের বাংগালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, ছালেহ-নূর কলেজ প্রতিষ্ঠাকাল ১৯৬৯ সালে তৎকালীন আইয়ুব খান স্বৈরশাসকের বিরুদ্ধে বাংগালী জাতির স্বাধিকারের সংগ্রাম গণভ্যুত্থানে রূপ নেয়। সেই ঐতিহাসিক সময়ে উদীয়মান শিল্পপতি ছালেহ আহমদ চৌধুরী ও নুর মোহাম্মদ চৌধুরী কলেজ প্রতিষ্ঠা করে পশ্চিম পটিয়ায় শিক্ষার যে আলো প্রজ্জলন করেছেন তা এই ৫০ বছরে শিক্ষা বিস্তার ও জ্ঞান বিতরণে বিশাল বটবৃক্ষে পরিনত হয়েছে। ৫০ বছরের স্মৃতিময় দিনগুলো স্মরণীয় করে রাখা এবং গৌরবময় ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণের প্রতিষ্ঠানে প্রাণের উচ্ছাসে মিলনমেলার আয়োজন সার্থক ও সফল করার জন্য আজকের সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা এবং দ্রুত ব্যাচভিত্তিক কমিটি করে রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করার জন্য আহবান জানিয়েছেন। পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক অধ্যাপক অলক দাশ গুপ্ত, অধ্যাপক স্বরুপানন্দ রায়, প্রাক্তন শিক্ষার্থী মুসলিম খান, সামশুল হক, রোকেয়া আকতার, জি এম শামসুদ্দিন, মোহাম্মদ নুর, মোহাম্মদ আবদুল হাকিম, প্রফেসর প্রিয়তোষ চৌধুরী, আমজাদ হোসেন খান, নেছার আহমদ খান, আবুল কালাম আজাদ চৌধুরী, সমীরন কান্তি বড়ুয়া, সেলিনা আকতার, ফখরুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ। সভায় কলেজের ২য় ব্যাচের ছাত্রী রোকেয়া আকতার ও তাঁর বোন সেলিনা আকতারের রেজিষ্ট্রেশন আজ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি