হুমকি-ধমকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা মৌলবাদীরা : শিক্ষা উপ-মন্ত্রী নওফেল

53

মৌলবাদ সব দেশের, সব মানুষের, সব ধর্মের জন্যও বিপজ্জনক উল্লেখ করে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মৌলবাদী গোষ্ঠী সারা বাংলাদেশে হুমকি-ধমকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। এই মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় সংগঠন করে রাজনৈতিক খায়েশ মেটাচ্ছে। আমরা যারা মুক্তিযুদ্ধের মূল নীতি ও আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী সকলেই ঐক্যবদ্ধভাবে যদি প্রতিবাদ করি, এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। সেটা আমরা জানি। কিন্তু আমরা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বলে সেটা করছি না। গত ২৭ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চাটগাঁর সংবাদ পত্রিকার ৮ম বষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপ-মন্ত্রী এসব কথা বলেন।
সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং উৎপল বড়ুয়া ও শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। প্রধান বক্তা ছিলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড.মোহাম্মদ শাহাদাত হোসেন, বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও আবুল বাশার আবু, আব্দুল গাফ্ফার চৌধুরী, চট্ট্গ্র্রাম জেলা কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. ইলিয়াছ, বাফা পরিচালক এ এস এম মাহবুবুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আখতারুজ্জামান কাইসার, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম, পটিয়া শোভনদন্ডী কলেজের অধ্যক্ষ হামিদ হোসাইন, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিল্পব, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপিত মোজাম্মেল হক, মান্নান মোটরস এর স্বত্বাধিকারী এম.এ. মান্নান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল কবির চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি প্রনব সাহা, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমদ লিটন, এ.এইচ.এম. গনি সম্রাট, হোসেন কবির, আব্দুল মোতালেব, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আইয়ুব খান, সুমন বড়ুয়া, শাহাদাত হোসেন সাহেদ, জিহানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় চাটগাঁর অহংকার মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও চট্টলবীর জননেতা এবিএম মহিউদ্দীন চৌধুরী কে সম্মননা প্রদান করা হয়। আরো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাবেক এম.এন.এ জননেতা আবু ছালেহ, বাশার গ্রুপের চেয়ারম্যান এম এ বাশার আবু, আলহাজ্ব আব্দুল হক চেয়ারম্যান, কামাল উদ্দীন চৌধুরী, জাকারিয়া সিকদার বাদশা, শফি আহম্মদ চৌধুরী, হাজী নুরুল আবছার, প্রনব সাহা, দেবাশীষ পাল দেবু ও মো. রাশেদুল ইসলাম কে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটগাঁর সংবাদ পরিবারের মো. সেলিম উদ্দিন চৌধুরী, মো. মোস্তফা কামাল নিজামী, এস কে সাগর, এস বি জীবন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, মো. হারুনুর রশিদ, লায়ন মাহমুদুর রহমান চৌধুরী মান্না, মো. শামীম আজাদ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রিয়াদুল আলম, এস.এ. নয়ন, প্রভাস চক্রবর্তী, শিহাব উদ্দীন শিবলু, খোকন সুশীল, মো. এনামুল হক মিঠু, সাহাব উদ্দিন সাঈদ, সোহেল তাজ, ইমরান সোহেল, মো. শহীদুল ইসলাম, সুমন বৈদ্য, মো. মাইনউদ্দিন হাসান, তৌহিদুর রহমান, মো. আমানউল্লাহ, মো. ওসমান হোসেন, মো. ইসমাইল, এইচ এম সাইফুদ্দীন, মো. আবু সুফিয়ান, মো. জসীম উদ্দিন চৌধুরীপ্রমুখ।
শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার নওফেল বলেন, আমাদের মধ্যে এদের মতাদর্শী অনেকে ঢুকে গেছে বলেই আজকে এরা এতো সাহস পাচ্ছে। এ জন্য এরা হুমকি-ধমকি দেওয়ার সাহস পাচ্ছে। আসুন, আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের শুদ্ধ করি। নিজেদের শুদ্ধ করতে পারলে পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বিজ্ঞপ্তি