হীডস্ এ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

62

হাটহাজারী এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (হীডস্), কাটিরহাট শাখার উদ্যোগে এসএসসি, জেএসসি, পিএসসি-২০১৭ এবং এইচএসসি-২০১৮ সালের পাবলিক পর্ক্ষীায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা সম্প্রতি নিজস্ব কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআরটি বিভাগের সাবেক পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এবং হীডস্ এর সম্মানিত সভাপতি অধ্যাপক কিরণ চন্দ্র দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লি.এর এজিএম ও শাখা প্রধান পীযুষ কান্তি ভদ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপন কুমার দে, উদালিয়া জুনিয়র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইব্রাহিম খায়ের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যথাক্রমে হীডস্ পরিচালক সজল কুমার দে, রনজিৎ চন্দ্র নাথ, মিত্র সুকান্ত, ব্যবস্থাপক বিমল সূত্রধর, ইউপি সদস্য খোকন চৌধুরী, অভিভাবক বিষ্ণুপদ গোস্বামী, ডালিয়া চৌধুরী, ছাত্র-ছাত্রীর পক্ষে শিপন নাথ শিপু, শ্রাবন্তী গোস্বামী কনা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হীডস্ এর নির্বাহী পরিচালক সাবুল চন্দ্র নাথ। হীডস্ এর সেবাধর্মী কার্যক্রমকে স্বাগত জানিয়ে বক্তরা বলেন, বৃত্তি ও মেধাবী সম্মাননা প্রদানে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ বাড়বে এবং ভবিষ্যৎ উজ্জ্বলে তাদের অগ্রণীভূমিকা পালন করার চেষ্টা করবে বলে আশা করা যায়। আগামীতেও হীডস্ কর্তৃপক্ষকে এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহব্বান জানান।
সর্বশেষে হীডস্ এর পক্ষে অতিথিবৃন্দ নগদ অর্থ ও ক্রেস্ট সর্বমোট ৫৫ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেন। খবর বিজ্ঞপ্তির