হিন্দু মন্দিরকে জাতীয় ঐতিহ্যের স্বীকৃতি দিলো পাকিস্তান

28

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার হিন্দু ধর্মালম্বীদের প্রাচীনতম একটি মন্দিরকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। পঞ্জ তিরাত নামের মন্দিরটি খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ারে অবস্থিত। বুধবার প্রদেশটির প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এখবর জানিয়েছে। পঞ্জ তিরাত নামটি এসেছে মন্দিরে থাকা পাঁচটি পুকুর থেকে। এখানে মন্দিরের পাশাপাশি রয়েছে পাম গাছের একটি বাগান। এখন এই পাঁচটি পুকুর চাচা ইউনুস পার্ক এবং প্রাদেশিক চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির নিয়ন্ত্রণে রয়েছে।
ধারণা করা হয়, মহাভারতে উল্লেখিত রাজা পান্ডু এই এলাকার ছিলেন। হিন্দুরা এই পুকুরগুলোতে স্নান করতে আসতেন কার্তিক মাসে এবং গাছের নিচে দুই দিন উপাসনা করতেন। ১৭৪৭ সালে আফগান শাসক দুররানির আমলে মন্দিরটি ধ্বংস করা হয়। পরে ১৮৩৪ সালে শিখ শাসনামলে স্থানীয় হিন্দুরা মন্টিরটি সংস্কার করেন। স্থানীয় হিন্দুরা মন্দিরটি রক্ষায় ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে আসছেন। বুধবার নির্দেশনায় প্রাদেশিক সরকার মন্দিরটি রক্ষণাবেক্ষণের আদেশ দিয়েছে। এছাড়া প্রাচীনতম ধর্মীয় স্থাপনায় গড়ে ওঠা চাচা ইউনিস পার্কটি অপসারণে নির্দেশ দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ঐতিহাসিক এই মন্দিরের ক্ষতি করার জন্য কেউ দোষী প্রমাণিত হলে তাকে ২০ লাখ পাকিস্তানি রুপি ও পাঁচ বছর কারাদন্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।