হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি হলেন উত্তম শর্মা ও বাবুল শর্মা

64

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি হয়েছেন উত্তর জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার শর্মা ও কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। গত ১৪ জানুয়ারী রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি আইন ২০১৮ এর ৫নং ধারা অনুযায়ী সরকার সারাদেশে ২১ জনকে ট্রাস্টি মনোনিত করে। এর মধ্যে উত্তম কুমার শর্মাকে চট্টগ্রামে আর বাবুল শর্মাকে কক্সবাজার জেলায় দায়িত্ব পালনে ট্রাস্ট্রি মনোনিত করা হয়। যার মেয়াদকাল হচ্ছে ১৪ জানুয়ারী ২০২০ হতে পরবর্তী ৩ বছর। উত্তম শর্মা ও বাবুল শর্মা ট্রাস্টি মনোনিত হওয়ায় মঠ, মন্দির ও শ্মশানের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেছেন হিন্দু ধর্মালম্বীরা। উল্লেখ্য, উত্তম কুমার শর্মা ও বাবুল শর্মা দীর্ঘদিন ধরে মঠ, মন্দির ও শ্মশানের উন্নয়নে নানাভাবে ভূমিকা রেখে আসছেন। এছাড়া সনাতন সম্প্রদায়ের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে তাদের অবদান রয়েছে। বিজ্ঞপ্তি