হিন্দি শিখেছিলেন দেব প্যাটেল

120

২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে আলোচিত ২৬/১১ সন্ত্রাসী হামলা নিয়ে নির্মিত হয়েছে ‘হোটেল মুম্বাই’। অ্যান্থনি ম্যারাস পরিচালিত সিনেমাটিতে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল। সিনেমাটিতে কাজ করা ‘¯øামডগ মিলিয়নেয়ার’খ্যাত এই তারকার জন্য বেশ কষ্টসাধ্য ছিল বলে জানিয়েছেন তিনি। দেব প্যাটেলের বাবা-মা গুজরাটের। কিন্তু তার বেড়া ওঠা ইংল্যান্ডে। তাই হিন্দিতে কথা বলতে পারতেন না তিনি। তবে ‘হোটেল মুম্বাই’র জন্য তাকে সঠিকভাবে হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করতে হয়েছে। স¤প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি প্রায় একমাস আমার কোচ রঘুবীর যোশির কাছ থেকে উচ্চারণের প্রশিক্ষণ নিয়েছি। যেহেতু চরিত্রটি কাল্পনিক, তাই শেখার জন্য আদর্শ চরিত্র আমার সামনে ছিল না। চরিত্রটিকে আমরা একেবারে শূন্য থেকে তৈরি করেছি।
পুরোপুরি আমার চেহারা পরিবর্তন করতে হয়েছে, একই সঙ্গে আমার হিন্দি এবং পাঞ্জাবিতে কাজ করতে হয়েছে এবং এটা নিশ্চিত করতে হয়েছে যে শব্দগুলির উচ্চারণ একেবারে সঠিক হচ্ছে। যদিও এর মধ্যে একটি ভাষাতেও আমি আগে কাজ করিনি। তবে সিনেমাটি আমাকে সেটা করিয়েছে।’ ২৬/১১ সন্ত্রাসী হামলায় বাবুর্চি হেমন্ত ওবেরই বিপন্ন অনেক মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছিলেন। তার চরিত্রে ‘হোটেল মুম্বাই’ সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের। ২০০৯ সালের একটি ডকুমেন্টারি ‘সারভাইভিং মুম্বাই’ অবলম্বনে ‘হোটেল মুম্বাই’ সিনেমাটি নির্মিত। জি স্টুডিওস ও পারপাস এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘হোটেল মুম্বাই’ চলতি বছরের ২৯ নভেম্বর ভারতে হিন্দি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এর আগে সিনেমাটি গত বছর ৭ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার শো হয়। এরপর চলতি বছরের ১৪ মার্চ অস্ট্রেলিয়াতে ও ২২ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।