হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি

40

৫০দিনব্যাপী ৫০জন হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ সেপ্টেম্বর উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। সমাজসেবা অধিদফ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং তাদেরকে সমাজের মূল স্রোতধারায় আনয়নের লক্ষ্যে সরকার হিজড়াদের ভাতা, উপবৃত্তি এবং প্রশিক্ষণ শেষে জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে এককালীন পুঁজি দিচ্ছেন। এ ব্যাপারে সমাজের সকল স্থরের মানুষকে হিজড়াদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি