হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মতবিনিময়

5

 

আগামী ১০ আগস্ট হিজরি নববর্ষ উপলক্ষে হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উপদেষ্ঠামন্ডলীর সঙ্গে কার্যনির্বাহী পরিষদর মতবিনিময় সভা ৫ আগস্ট বৃহস্পতিবার পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। হিজরি নববর্ষ ১ মহররম রাষ্ট্রীয় মর্যাদায় উদ্যাপনে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং সকল ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের পদক্ষেপ কামনা করেন। সভায় হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে নববর্ষ উপলক্ষে তিন দিনর কর্মসূচি গ্রহণ করা হয়। ৮ আগস্ট প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে এবং ৯ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে জেলায় জেলায় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি এবং ১০ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে হিজরি বর্ষবরণের যুগপূর্তি অনুষ্ঠান মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ আবদুর রহিম, ইঞ্জিনিয়ার নূর হোসাইন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, নাছির উদ্দিন মাহমুদ, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম প্রমুখ।