হিগুয়েইন এখন চেলসির

34

চেলসির সঙ্গে চুক্তি শেষে জার্সি হাতে হিগুয়েইন আবারও মাউরিসিও সারির শিষ্যত্ব গ্রহণ করলেন গনসালো হিগুয়েইন। এখন তিনি চেলসির। এই মৌসুমের জন্য ধারে ব্লুদের সঙ্গে চুক্তি করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখেন হিগুয়েইন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সারেন চুক্তির আনুষ্ঠানিকতা। জুভেন্টাসের এই ফরোয়ার্ডকে ছয় মাসের জন্য ধার করেছে চেলসি।
অবশ্য সামনের মৌসুম পর্যন্ত তাকে ধারে দলে রাখার পথ খোলা রেখেছে ইংলিশ ক্লাবটি, এজন্য গুণতে হবে ১৮ মিলিয়ন ইউরো। আর একবারের জন্য নিতে হলে খরচ করতে হবে ৩৬ মিলিয়ন ইউরো। একদিন আগে চুক্তি করলেও বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লিগ কাপ সেমিফাইনালে অভিষেক হচ্ছে না হিগুয়েইনের। আগামী রবিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে প্রথমবার চেলসির জার্সিতে দেখা যেতে পারে তাকে। আলভারো মোরাতার ৯ নম্বর জার্সি উঠবে তার গায়ে।