হাসান-শিরিন আবারও দ্রুততম মানব-মানবী

25

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ইলেক্ট্রনিক টাইমে হওয়া এবারের প্রতিযোগিতায় মেয়েদের ১০০ মিটারে ১২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন।
গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে হ্যান্ড টাইমিংয়ে ১১ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। গত সামারে শিরিনের টাইমিং ছিল ১২ দশমিক ২০ সেকেন্ড।
ইলেকট্রনিক টাইমিংয়ে শিরিনের ১০০ মিটারে সেরা ১১ দশমিক ৯৯ সেকেন্ড। এ নিয়ে টানা নবমবারের মতো ঘরোয়া পর্যায়ে দ্রুততম মানবী হওয়া এই অ্যাথলেট জানালেন সামনের এসএ গেমসে পদক জয়ের প্রত্যয়।
ছেলেদের ১০০ মিটারে এবার ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন হাসান মিয়া। সামার অ্যাথলেটিক্সের গত আসরে বিকেএসপির এই অ্যাথলেট সেরা হয়েছিলেন ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে। এসএ গেমসের দিকে তাকিয়ে এই অ্যাথলেটও।
মেয়েদের হাই জাম্পে ১ দশমিক ৬৮ মিটার অতিক্রম করে ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ জেলের হয়ে খেলা উম্মে হাফসা রুমকি।