হাসান আলীর মড়ার ওপর খাঁড়ার ঘা

59

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন কদিন আগে। এবার আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। পিঠের চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।
২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা ছিল হাসানের। মাত্র ২৪ ওয়ানডেতে ৫০ উইকেট নিয়ে দেশের পক্ষে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। তার মধ্যে বড় তারকার ছায়া দেখছিলেন অনেকেই। কিন্তু পিঠের চোটটা হাসানের দুর্দান্ত ক্যারিয়ারটাকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য ২৫ বছর বয়সী পেসারের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক বলেছেন, ‘ওর প্রতি আমাদের সমবেদনা আছে। ওকে মাঠে ফেরাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ও দলের জন্য নিজেকে উজাড় করে দেয়। ওর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করব আমরা। পুনর্বাসন শেষে যত দ্রুত সম্ভব ওকে মাঠে ফেরাতে সব রকম ব্যবস্থাই নেওয়া হবে।’