হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী

258

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ বলেছেন, আমাদের দেশে মানুষের অভাব নেই। কিন্তু অভাব হচ্ছে সৎ মানুষের। আবার আমরা সৎ মানুষগুলোকে মূল্যায়ন করতে জানি না। সমাজের সৎ ও নৈতিকতা সম্পন্ন মানুষগুলোকে মূল্যায়ন করতে হবে। তিনি গত ২৫ জানুয়ারি নগরীর চট্টগ্রাম বোট ক্লাবে হালিশহর বেগমজান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮৭ ব্যাচের পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় পর্বের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুনর্মিলনী উৎসব উৎযাপন কমিটির সভাপতি সাজ্জাদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্ঠানমালার প্রথম পর্বে স্কুল প্রাঙ্গন থেকে ৮৭ ব্যাচের শিক্ষার্থী এবং তাদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হালিশহর বেগমজান বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন স্কুলেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দীন। শফিউল আজমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বোট ক্লাবে দ্বিতীয় পর্বের আয়োজন মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর আফরোজা কালম, ৩৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূরুল আলম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত সুকান্ত ভট্টাচার্জ, বেগমজান স্কুলের সাবেক শিক্ষক কাজী মোহাম্মদ রেজাউল করিম, মাস্টার হুমায়ন কবির। অনুষ্ঠানে তাহমিনা এন্টারপ্রাইজের সত্তাধিকারী মোরশেদ আলম চৌধুরী (তাজু), ফারজানা মুন্নি,ইউনিট ট্রেডার্স এর সত্তাধিকারী মঈন উদ্দীন পিংকু, মোজাম্মেল চৌধুরী, কামরুল চৌধুরী, দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্দ সাজ্জাদ আলম, মোহাম্মদ ইসমাইল খান প্রমুখ। বিজ্ঞপ্তি