হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

57

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এ সম্প্রতি সকাল ৯ টা হতে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন হালিম-লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ এমএ মতিন। পরিদর্শন করেন ন্যাশনাল গ্রæপের চেয়ারম্যান আলহাজ কমর উদ্দিন সবুর, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহেদুল ইসলাম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যক্ষ অনুমপ চক্রবর্তী, সংসদের কেন্দ্রীয় পরিচালক এইচ এম সাইফুল ইসলাম নেজামী, জেলা সমন্বয়ক রেজাউল করিম, সচিব মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ মেহরাব হোসেন, মুহাম্মদ আবদুল আলীম, মেলাকা বেগম চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, তসলিমা আকতার, এটিএম রেজাউল মোস্তফা, মুহাম্মদ বেলাল হোসেন, কেন্দ্র সচিব ও জোনের পরিচালক মুহাম্মদ হুমায়ন কবীর। জোনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, তারেকুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ আমির হোসেন সোহেল, হাফেজ সাঈদ, আতাউল মোস্তফা জামশেদ, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মুহাম্মদ মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান সাব্বির, হাফেজ ফোরকান আহমেদ প্রমুখ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এম মতিন বলেন, মানুষ শৈশবে শিশুর বুদ্ধিজ্ঞান ইতিবাচকভাবে জাগানো গেলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। সৎ, দক্ষ জনশক্তি সমৃদ্ধ দেশ গঠনের মূল অনুঘাটক। দেশের জনশক্তিকে শিক্ষিত করে গড়ে তুললেই হবে না বরং তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা জাগ্রত করতে হবে। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ শিক্ষার্থীদের সার্থক জীবন গঠনের অনুপ্রেরণা দিচ্ছে বলে তিনি বলেন। বিজ্ঞপ্তি