হালদা রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে

49

শুধু প্রশাসনের অভিযানের মধ্যে দিয়ে হালদা নদীর দূষণরোধ ও জীববৈচিত্র রক্ষা সম্ভব নয়। এজন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি না হলে শুধু অভিযান, ধর-পাকর কিংবা জরিমানা করে হালদা নদীকে শতভাগ রক্ষা করা সম্ভব হবে না। তাই রুই জাতীয় মা-মাছসহ প্রকল প্রকার জীববৈচিত্র রক্ষা তথা গোটা হালদাকে বাঁচাতে হলে স্থানীয়রা এগিয়ে আসতে হবে। গত ২০ আগস্ট বিশ্বের একমাত্র মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণরোধ ও জীববৈচিত্র রক্ষায় জনসচেতনতা কার্যক্রম উদ্বোধন এবং হালদা নদীতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ এসব কথা বলেন। এদিন দুপুরে হাটহাজারী গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকায় হালদা পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করে হাটহাজারী উপজেলা প্রশাসন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মার্দাশা চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, এনজিও সংস্থা আইডিএফ এর ডেপুটি কো-অডিনেটর সুর্দশন বড়ুয়া। এতে স্থানীয় সাংবাদিক, এলাকাবাসী ও স্থানীয় ডিম সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা হালাদা নদীতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ। অন্যদিকে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এবার প্রথমবারের মত হালদার রেণুর বৃদ্ধি যাচাই করা হচ্ছে। হালদা পাড়ের এ পুকুরটির নাম দেওয়া হয়েছে মডেল পুকুর। গত ২০ আগস্ট পুকরটি পরির্দশন করেন জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানসহ অতিথিরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছকে এ পুকুরে মাছ দেখানো হয়। বর্তমানে রুই জাতীয় মাছের ওজন প্রায় আড়াই মাসে ৬ ইঞ্চি হয়েছে। খুব শীঘ্রই এসব মাছ হালদা নদীতে অবমুক্ত করা হবে তিনি জেলা প্রশাসকে জানান।