হালদা পাড়ের মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

2

হাটহাজারী প্রতিনিধি

দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী ইউএনও মো. শাহিদুল আলম জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে হালদা নদীর উত্তর মাদার্শা অংশের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার দায়ে মো. রুবেল নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদুল আলম সহযোগিতায় করেন। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়।