হালদা নদীর মা মাছ নিধন বন্ধ করতে হবে : ফজলে করিম

90

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন হালদা নদী আমাদের সম্পদ, এটির ঐতিহ্য রক্ষায় আমাদের কাজ করতে হবে। এটির ঐতিহ্য ধরে রাখতে এখানকার হালদা পাড়ের মানুষরাই হালদার মাছ নিধন রোধে পাহাড়া দিতে হবে। তিনি গতকাল রবিবার বিকেলে রাউজান পৌরসভার পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে একুশের আলো ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর রাউজান রেখে যেতে চাই। এ জন্য সকল কাজ সম্পন্ন করা হচ্ছে।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও একুশের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সসীম গৌরীচরণের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের মেম্বার মানবতা কর্মী গৌরী চরণ রিমি। ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক বড়ুয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন- পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও হালদা রক্ষা কমিটির চেয়ারম্যান কাউন্সিলর আলমগীর আলী। বিশেষ অতিথি ছিলেন- রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, প্রধান শিক্ষক বদিউল আলম, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, দিলীপ বড়ুয়া, আশীষ গৌরী চরন, উৎপল বড়ুয়া, সুজন বড়ুয়া, বিটুন বড়ুয়া, রাজেশ বড়ুয়া, অমিত বড়ুয়া, উৎপল বড়ুয়া ডায়বেটিস, মেডিসিন, চক্ষু নানা সাধারণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মেধা বৃত্তি পান চন্দ্রিমা বড়ুয়া, জয় বড়ুয়া, সেজ্যোতি বড়ুয়া, অর্নব বড়ুয়া, ছুটি বড়ুয়া, রিমু বড়ুয়া, মাধবী বড়ুয়া, অনন্যা বড়ুয়া, ধানসিরি বড়ুয়া, অপু বড়ুয়া, শ্রাবনী বড়ুয়া, রাজলক্ষী বড়ুয়া, নাদিয়া ইসলাম, শান্তা বড়ুয়াসহ শতাধিক শিক্ষার্থী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।