হালদায় ৩ হাজার মিটার ঘেরা ও ভাসা জাল জব্দ

85

দেশের অন্যতম মিঠা পানির রুই জাতীয় মা-মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ৪ জুলাই দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত হালদা নদীর সাত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। এ ব্যাপার অভিযান পরিচালনাকারী ইউএনও বলেন, হালদা নদীর মা-মাছ এবং ডলফিন রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাছ শিকারীদের পাতানো প্রায় ৩ হাজার মিটার ঘেরা ও ভাসা জাল জব্দ করা হয়। হালদার জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।