হালদার অভয়াশ্রম থেকে ১ হাজার মিটার ঘেরাজাল জব্দ

34

দেশের রুই জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মা-মাছের মিঠা পানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে নদীতে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। গতকাল শুক্রবার বিকালে হাটহাজারী উপজেলাধীন ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর আলমের কুম এলাকায় মৎস্য দস্যুদের পাতানো এসব জাল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ উপজেলা প্রশাসনের কর্তারা। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন মুঠোফোনে জানান, সরকার হালদা নদীর মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অংশকে মা-মাছের অভয়াশ্রম ঘোষণা করেছে। এ এলাকায় মা-মাছ রক্ষায় সারা বছর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে মৎস্য দস্যুরা তা মানছে না।
রুই জাতীয় মা-মাছ ডিম ছাড়া মৌসুমে হালদা নদীর মা-মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়ে তিনি আরও জানান, শুক্রবার ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর আলমের কুম এলাকায় অভিযান চলাকালে নদীতে মৎস্য দস্যুদের পাতানো প্রায় ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।