হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক : মাহমুদউল্লাহ

30

‘হ্যাঁ, ভারতের সঙ্গে আমরা খুব কাছে গিয়ে কিছু ম্যাচ হেরেছি। সামনে সুযোগ আসলে আর ভুল করতে চাই না।’ কথাটা মাহমুদউল্লাহ রিয়াদের। আজ রবিবার দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে এভাবেই বললেন বাংলাদেশ অধিনায়ক।
কথার উৎস প্রসঙ্গে যেতে অবশ্য সাড়ে তিন বছর পেছনে তাকাতে হবে। সেসময় বেঙ্গালুরুতে জয়ের খুব কাছে গিয়ে হারের স্মৃতি দুঃসহ যন্ত্রণা দিয়েছে বহুদিন। ২০১৬ সালের ২৩ মার্চ, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের কথা চাইলেও ভুলতে পারবে না বাংলাদেশ। ভারতের মাটিতে যখন আরেকবার টি-টোয়েন্টির লড়াই, তখন স্বাভাবিকভাবেই আসছে ওই হারের প্রসঙ্গ।
সাকিব আল হাসান না থাকায় ভারত সফরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে মাহমুদউল্লাহ রিয়াদের উপর। সাড়ে তিন বছর আগে টাইগারদের ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারার পেছনে দায় আছে এ মিডলঅর্ডার ব্যাটসম্যানেরও। তবে ওরকম সুযোগ আবার এলে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। ভারতের মাটিতে তো আরও কঠিন স্বাগতিকদের চ্যালেঞ্জ করা। তবে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।
‘ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী। হারানোর কিছু নেই, পাওয়ার অনেককিছুই আছে। ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি সেটিই আমরা ভাবছি।’