হামলার পর টুইটারে কবিতা প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর

52

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বিমান হামলা চালানোর পর সে দেশের সেনাবাহিনী টুইটারে একটি কবিতা প্রকাশ করেছে। হিন্দি ভাষার কবি রামধারী সিংয়ের ওই কবিতায় শত্রুর বিরুদ্ধে সাহসী ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা হয়েছে।
টুইটারে ভারতীয় কবি রামাধারী সিং দিনকরের কবিতা পোস্ট করে সেই হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন সেনাবাহিনীর জনসংযোগ দফতরে কর্মরত একজন অতিরিক্ত মহাপরিচালক। সেই কবিতায় বলা হয়েছে, ‘যদি তুমি শত্রুর সঙ্গে বিনয়ী আচরণ করো, তবে সে তোমাকে ভীতু মনে করতে পারে। মহাভারতের ক্ষেত্রে যেমনটা কারুভাস পান্ডবদেরকে মনে করেছিলো।’