হাটহাজারী শপিং সেন্টার উদ্বোধন করলেন আল্লামা বাবুনগরী

177

হেফাজেত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও হাটাহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ব্যবসা সুদের অনুরূপ নয়। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আর সুদ করেছেন হারাম। কোন মুসলমান যদি এটাকে মনে রেখে তাঁর ব্যবসা কার্য পরিচালনা করতে পারলে সে এ দুনিয়াতে এবং আখিরাতে উভয়ে সফলকাম। তাই আপনাদেরকে বিষয়টি মাথায় রেখে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। গত ২০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় হাটহাজারী বাসস্টেশন সংলগ্ন ইমপ্রেসিভ হোল্ডিংস লিমিটিডের হাটহাজারী শপিং সেন্টার উদ্বোধনকালে উপরোল্লিখিত অভিমত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানরে সভাপতিত্ব করেন ইমপ্রেসিভ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উল্লাহ টিপু। এতে স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেসিভ হোল্ডিংসরে এমডি মো. হারুন মেম্বার। মোহাম্মদ একরামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাটহাজারী উপজলো পরষিদ চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস. এম রাশদেুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ কবির আহম্মদ, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ ইলিয়াছ তালুকদার, মেখেল ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল, হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও পৌর সহায়ক কমিটির সদস্য আলী আজম, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার এবং পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জি, আলহাজ সৈয়দ হোসেন, আবু জাফরসহ গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. শহীদুল্লাহ। সভা শেষে প্রধান অতিথি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।