হাটহাজারী কাটিরহাট আল্লা হযরত ইসলামী পাঠাগারের বৃত্তি প্রদান

59

উত্তর চট্টলার সৃজনশীল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হাটহাজারী কাটিরহাট আল্লা হযরত ইসলামী পাঠাগারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা ১৮ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান গত ২৬ এপ্রিল কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। উদ্বোধক ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর জামান সিআইপি। মূখ্য আলোচক ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা জালাল উদ্দীন আজহারী। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস হাসপাতাল ও ডক্টরস ল্যাবের চেয়ারম্যান ডা. নিজাম মোর্শেদ চৌধুরী, দারুল মদিনা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, রাউজান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সাকুর মিয়া, আ’লা হযরত ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ মমতাজুল ইসলাম, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মুহাম্মদ বদরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আবুল কাশেম। বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ অছি উদ্দীন ও সদস্য সচিব মুহাম্মদ মহি উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মুহাম্মদ মকছুদ আহমদ, মাওলানা নুরুল আলম চৌধুরী, মুহাম্মদ ইউসুফ , মাওলানা হাছানুল করিম মুনিরী, মাওলানা হাছানুল করিম চৌধুরী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মুহাম্মদ আবুল বশর, অধ্যাপক মুহাম্মদ আলফাজ উদ্দিন, সৈয়দ মুহাম্মদ মুনিরুর রহমান খসরু, মাস্টার মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ মারুফ আহমেদ তালুকদার, মুহাম্মদ এমদাদুল ইসলাম , মাস্টার মুহাম্মদ একরাম হোসেন, মাওলানা আব্দুস সামাদ, মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ শওকত হোসাইন, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ ওমর ফারুক লিটন, মুহাম্মদ জিয়াউল হক, আনোয়ার হোসেন বাবুল, মুহাম্মদ রোকন উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আবুল মনচুর, মুহাম্মদ লোকমান হোসাইন, মুহাম্মদ আনোয়ারুল আজিম, মাস্টার সাধন গোস্বামী, মুহাম্মদ নুরুল হাসান চৌধুরী, মুহাম্মদ আকতারুজ্জামান, মুহাম্মদ এমদাদুল হক, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ মুসলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যে দেশের নাগরিক যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত। আমরা এখন শিক্ষার মূল সংজ্ঞা থেকে অনেক দূরে সরে এসে, একাডেমিক শিক্ষাকে মূল মনে করি। শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সঙ্গে সঙ্গে বাস্তবিক পর্যায়ের জ্ঞান আহরণ ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। বিজ্ঞপ্তি