হাটহাজারীর নাঙ্গলমোড়া ডিসি সড়কের বেহাল দশা

73

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ডিসি সড়ক প্রতিনিয়তই জনচলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট বাজার থেকে পূর্বদিকে নাঙ্গলমোড়া ইউনিয়নের হালদা নদীর পাড়ে গিয়ে শেষ হওয়া প্রায় ৫ কিলোমিটার সড়কটির বেশিরভাগ খানাখন্দকে ভরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিদিন এ সড়ক দিয়ে হাটহাজারী উপজেলার তিনটি ইউনিয়ন নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন, ছিপাতলী ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ ছাড়াও হালদা নদীর পূর্বপাড়ে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ অংশের এবং রাউজান উপজেলার উত্তর এলাকার লোকজন সহজে কম সময়ে সরকারহাট বাজারে এসে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। নাঙ্গলমোড় ইউনিয়নের স্থানীয় বাসিন্দা গাজী রাসেল হাসান জানান, হাটহাজারী উপজেলার তিনটি ইউনিয়নের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ গ্রহণের জন্য এ সড়ক পথ ব্যবহার করে থাকে। তৎমধ্যে গুমানমর্দ্দন ও বালুখালী এলাকার অসংখ্য শিক্ষার্থী সরকারহাট সংলগ্ন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতে আসেন এ সড়ক দিয়ে। এরমধ্যে কয়েকবার বন্যা ও পাহাড়ি ঢলে কার্পেটিং করা রাস্তাটি অসংখ্য স্থানে ক্ষতিগ্রস্ত তথা খানাখন্দকে ভরে গিয়ে জনচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জানা যায়, সা¤প্রতিক সময়ে প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে সড়কের উত্তর পাশে মির্জাপুর অংশে কুমারী খালের পাড় ভেঙে গিয়ে ঢলের পানি প্রবাহিত হওয়ার সময় সরকার দিঘীর পশ্চিম পার্শ্বের সড়কের অংশ সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। এ সময় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্যা ও পাহাড়ি ঢলের কারণে সড়কের বিভিন্ন স্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করে। ক্ষতবিক্ষত এ সড়ক দিয়ে অসুস্থ রোগী পরিবহন বিশেষ করে সিএনজি চালিত অটোরিক্শা চলাচল করাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খানখন্দকে ভরা এ সড়কটি দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই গাড়ি নষ্ট হচ্ছে এমনটা জানিয়ে চালক মো. কামাল উদ্দিন জানান, সড়কের মাঝ পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এতে করে মহিলা যাত্রী ও মালামাল বহনকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া কোন রোগি নিয়ে যাওয়ার সময়কার কথা বর্ণনা করা খুব কঠিন। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত নাঙ্গলমোড়া ডিসি সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার মেরামত ও উন্নয়নের জন্য দরপত্র আহব্বানের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলে জনগুরুত্বপূর্ণ এসড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু করা যাবে।