হাটহাজারীতে ১৫০ টাকায় হেক্সিসল বিক্রি করা ফার্মেসিকে জরিমানা

177

 

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) ব্যাপকতা বৃদ্ধির সাথে সাথে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার আওতাধীন হাট-বাজারগুলোর ওষুধের দোকানগুলোতে জীবাণুনাশক পণ্যের বিক্রি ব্যাপক হারে বেড়ে গেছে। উক্ত ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য অধ্যুষিত এলাকা চট্টগ্রামের হাটহাজারীতে জীবাণুনাশক হেক্সিসলের সংকট দেখা দিয়েছে। বাজরে যার সর্বোচ্চ খুচরা মূল্য ৪০ টাকার হেক্সিসল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হেক্সিসলের বাড়তি দাম রাখায় খবর পেয়ে হাটহাজারী পৌর সদর বাসস্টেশন এলাকায় এক ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত ৩ এপ্রিল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। অভিযুক্ত এ দোকানীর নাম হুমায়ুন রশিদ। তিনি মা মণি ফার্মেসির মালিক।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, মা মণি ফার্মেসিতে এক ব্যাক্তি ১টি হেক্সিসল ক্রয় করতে গেলে দোকানদার সেটি ১০০ টাকায় বিক্রি করেন। বিষয়টি ক্রেতা মেসেঞ্জারে আমাকে জানান। মেসেঞ্জারে অবহিত হয়ে মনি ফার্মেসিকে অভিযান চালিয়ে বেশি দামে হেক্সিসল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারীকে বাড়তি ৬০ টাকা ফেরত দেয়া হয়।