হাটহাজারীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

152

হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের সমন্বয়ে গতকাল বেলা ১০ টায় হাটহাজারী উপজেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মুহাম্মদ শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) চট্টগ্রাম, মো: দেলোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম অঞ্চল, মো: হাসানুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মুনীর হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আব্দুল্লাহ আল মাসুম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মো: আরিফুল ইসলাম, চ.বি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো: কামরুজ্জামান, প্রকল্প অফিসার নিয়াজ মোর্শেদ, আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী, উপজেলা কমান্ডার নুরুল আলম, ইউ.পি চেয়ারম্যান যথাক্রমে সরওয়ার মোর্শেদ তালুকদার, মো: নুরুল আবছার, নুরুল আহসান লাভু, আবদুল মজিদ, মুজিবুর রহমান, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম উদ্ভোধন করা হয়। বিজ্ঞপ্তি

হুইপ সামশুল হক চৌধুরী
সাথে মুজাফরাবাদ
গণহত্যা দিবস বিষয়ক
মতবিনিময় সভা

হুইপ সামশুল হক চৌধুরী এমপির সাথে মুজাফরাবাদ গণহত্যা দিবস বিষয়ক এক মতবিনিময় সভা গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, মুজাফরাবাদ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। এ জাতি চিরকাল শহীদদের স্বরণ করবে। মতবিনিময় সভায় মুজাফরাবাদ গণহত্যায় একটি স্বরণিকা এমপি সামশুল হক চৌধুরীকে প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন আ ক ম সামশুজ্জামান, ডা. তিমির বরণ চৌধুরী, সমন্বয় সভাপতি বিপ্লব সেন, আহব্বায়ক জয় প্রকাশ দত্ত, কাজল কর নরেন রায় চৌধুরী, রূপায়ন বিশ্বাস, প্রদীপ কর, পলাশ সেন, সুধীর দত্ত, সন্তোষ চৌধুরী, অপুঘোষ, দেবাশীষ দে মিটু চৌধুরী, রাজীব সেন, সুমন চক্রবর্তী, মিটুন চৌধুরী, সজল সেন, পিযুস সেন, রনজিত কর, শংকর ঘোষ প্রমুখ।