হাটহাজারীতে সরকারি শিশু পরিবারের জায়গা দখলমুক্ত

27

হাটহাজারীতে সরকারি শিশু পরিবারের মালিকানাধীন ও খাস জায়গা অবৈধ দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। উক্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। গত ২৭ অক্টোবর উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত খাস এবং শিশু পরিবারের মালিকানাধীন অর্ধ কোটি টাকার (প্রায় ৪ শতক) এসব জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। এ সময় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ, ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবর, হাটহাজারী থানার পুলিশ ও গ্রাম পুলিশ এবং ভূমি অফিসের কর্মীরা সহায়তা করেন। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন বলেন, সরকারি শিশু পরিবারের এসব জায়গা ৩২ বছর ধরে স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তি অবৈধভাবে দখল করে ৮টি স্থাপনা তৈরি করেছিল। তাদেরকে দখলমুক্ত করার জন্য বার বার নোটিশ করা হলেও তারা দখল ছাড়েনি। তারা প্রশাসনের নোটিশ তথা আদেশে কোন প্রকার কর্ণপাত না করে উল্টো জায়গাগুলো তাদের বলে দাবি করে আসছিল। পরে অভিযান চালিয়ে এসব অবৈধ দোকান গুঁড়িয়ে দেয় হয়। অভিযানে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৪ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে উক্তশিশু পরিবারের ৩০ লাখ টাকা মূল্যের প্রায় আড়াই হাজার বর্গফুট জমি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত।