হাটহাজারীতে শিক্ষক ও কর্মচারীর জন্য ইউএনও উপহার

39

এবার হাটহাজারী উপজেলার নন এমপিও ভূক্ত ১৫০ জন শিক্ষক ও ৫০ জন কর্মচারীর জন্য প্রশাসনের পক্ষ থেকে ভালবাসার থলে ঈদ বাজার উপহার দিয়েছে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। গত ১৮ মে উপজেলা বারান্দায় সামাজিক দূরত্ব বজায় রেখে তা প্রত্যকের মাঝে বিতরণ করা হয়। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, উপজেলা আওতাধীন বিভিন্ন স্থানে অসহায়, শ্রমজীবী মানুষের মধ্যে সরকার, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। যেসব ব্যক্তি নিজেদের অবস্থানের কারণে প্রকাশ্যে কারো কাছ থেকে ত্রাণ কিংবা খাদ্যসামগ্রী চাইতে পারছেন না। মূলত তাদের জন্য এ উদ্যোগ। খাদ্য সামগ্রী প্রদানের এ বিষয়কে তিনি ভালবাসার থলে হিসাবে আখ্যায়িত করেন। এসব ভালবাসার থলে তাঁর কার্যালয়ের বারান্দায় দূরত্ব বজায় রেখে সাজিয়ে রাখেন। পরে উপজেলার নন এমপিও ভূক্ত ১৫০ জন শিক্ষক ও ৫০ জন কর্মচারীকে জন জন ফোন করে খাদ্যসামগ্রী ভালবাসার থলে নিয়ে যেতে বলেন। ফোন পেয়ে তারা ইউএনও কার্যালয়ের বারান্দায় নিরাপদ দূরত্ব সাজিয়ে রাখা ভালবাসার থলেগুলো এক এক করে নিয়ে যান। উল্লেখ্য, এর আগে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পরিবহন শ্রমিক, স্বর্ণকার, জেলে, ঋষি স¤প্রদায়, তৃতীয় লিঙ্গ, হকার, ডেকোরেশন শ্রমিক ও মোমবাতি কারখানা শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান ভর্তি ‘ভালবাসার থলে’ উপহার দেয়া হয়।