হাটহাজারীতে ভেজাল ঘি কারখানা

52

নিম্নমানের ডালডা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম হলুদ রং আর কালচে রঙের ফ্লেভার দিয়ে হাটহাজারী উপজেলায় তৈরি হচ্ছে স্পেশাল ঘি। গতকাল শুক্রবার মধ্যম কুয়াইশের কাউয়ার বাড়ি এলাকায় এমন একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। বেলা সাড়ে ১১টায় অভিযান শুরুর আগেই পালিয়ে যায় কারখানার মালিক ও কারিগররা। একটি ফ্যামিলি বাসা ভাড়া নিয়ে ওই কারখানাটি গড়ে তোলা হয়। তালা ভেঙে কারখানায় ঢোকে পুলিশ।
এক ঘণ্টার অভিযানে জব্দ করা হয় নিম্নমানের ডালডা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম হলুদ রং আর কালচে রঙের ফ্লেভার। অপরিচ্ছন্ন পরিবেশে অনেকটা গোপনে ডালডার সঙ্গে রং ও ফ্লেভার মিশিয়ে প্লাস্টিকের কৌটায় ভরে লেবেল লাগিয়ে বেশি দামে দেদারসে বাজারজাত করে রমরমা বাণিজ্য করে যাচ্ছিল বলে জানান ইউএনও রুহুল আমিন।
তিনি আরও জানান, কারখানাটি থেকে ২০০ লিটার ঘি সদৃশ পদার্থ, অনিল ঘোষ এর বাঘাবাড়ি স্পেশাল খাটি গাওয়া ঘি মুদ্রিত লেবেল, প্লাস্টিকের কৌটা জব্দ করে পুড়িয়ে ফেলেছি।