হাটহাজারীতে বেশি দামে ব্লিচিং পাউডার বিক্রি

301

বিশ্বব্যাপী মহামারির রূপ নেওয়া নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকানোর এখন পর্যন্ত কার্যকর উপায় ব্যক্তিগত সতর্কতা ও পরিচ্ছন্নতা। তাই প্রতিদিন প্রশাসন অথবা ব্যক্তিগত উদ্যোগে উপজেলার পথে-প্রান্তরে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার মেশানো জীবাণুনাশক পানি। এতে করে হাটবাজারের দোকানগুলোতে ব্লিচিং পাউডার বিক্রি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। সুযোগটি কাজে লাগিয়েছে হাটহাজারী পৌরসভার কাচারী রোডস্থ শ্রী জগন্নাথ সেবাশ্রম সংলগ্ন সমাধান স্টোরের মালিক শিমুল সেন। তিনি (দোকান মালিক) ৬০ টাকা দামের বিøচিং পাউডার বিক্রি করছে ১৬০-২০০ টাকা কেজি দরে।
গত ২৯ মার্চ সংবাদ পেয়ে উক্ত দোকানে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন বলেন, সকাল সমাধান স্টোরে গিয়ে জানতে চাইলাম, ব্লিচিং পাউডার আছে কিনা, দোকানি উদাস হয়ে জানালেন, এসব বিক্রি করি না। এ সময় আচমকা এক লোক এসে জানালেন, স্যার মাত্রই আমার কাছে আধা কেজির চেয়েও কম ব্লিচিং পাউডারের দাম ৮০ টাকা চাইল। এরপর দোকানে তল্লাশি করে ৭ কেজি ব্লিচিং পাউডার পাওয়া যায়। পরে এসব জব্দ করে ঘটনাস্থলেই ১০০ টাকা কেজি দরে বিক্রি করে দোকানদারকে টাকা দিয়ে দেয়া হয় এবং মুচলেকা নিয়ে সর্তক করা হয় দোকানিকে।