হাটহাজারীতে বিভাগীয় এস্ট্রলজার্স সোসাইটির সভা

26

এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা হাটহাজারীর উদ্যোগে গত ২১ অক্টোবর উপমহাদেশের প্রবীণ জ্যেতিষবিদ পন্ডিত নিরঞ্জন প্রসাদ আচার্য সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা উপদেষ্ঠা রতন আচার্যের সভাপতিত্বে ও রিমন মুহুরীর পরিচালনায় হাটহাজারী আচার্যপাড়া কালী মাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এস্ট্রলজার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি মহর্ষি পন্ডিত ননী গোপাল আচার্য। উদ্বোধক ছিলেন হাটহাজারী পূজা পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. শ্রীরাম আচার্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের মহাসচিব পন্ডিত বিজয় শর্মা, অতিরিক্ত মহাসচিব এস কে আচার্য শ্যামল, লায়ন রিমন মুহুরী, পন্ডিত স্বপন আচার্য। বক্তব্য রাখেন প্রিয়মোহন কাছারী, চন্দ্ররাজ আচার্য, সদস্য জ্যোতিষ পন্ডিত রুদ্র আচার্য, তপন আচার্য, সুভাষ আচার্য, কাঞ্চন আচার্য, বুলবুল আচার্য, উত্তম আচার্য, সুজন আচার্য, ছোটন আচার্য, হৃদয় আচার্য, জয় আচার্য, শিবু আচার্য, মৃদুল আচার্য, পিপলু আচার্য, প্রান্ত আচার্য, প্রান্তিক আচার্য প্রমুখ। সভায় বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি উদ্যোগে জ্যোতিষ শাস্ত্রবিদ পন্ডিত নিরঞ্জন প্রসাদ আচার্য কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।