হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ

25

১৮ বছরের কিশোর মো. সাকিব। জীবন-জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করেন হাটহাজারীর নজু মিয়ার হাট বুড়িশ্বর বাজারে চৌধুরী কফি হাউস নামে একটি দোকানে। কিন্তু ভ্যাগ্যের নির্মম পরিহাস। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই কফি হাউজটির ছাদে প্রতিষ্ঠানের কাজে গেলে তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার পুরো শরীর পুড়ে হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে ভর্তি আছেন বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বরাদ দিয়ে তিনি আরও জানান, বিদ্যুৎস্পৃষ্ট কফি হাউসের কর্মচারী সাকিবকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসে। ওই সময় চমেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ৩৬নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিবের শরীরে বেশ গুরুতর দগ্ধ হয়েছে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। সে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। আহত সাকিব নোয়াখালী জেলার হাতিয়া পূর্ব সোনাদিয়া গ্রামের বেলাল হোসেনের পুত্র। সে কর্মের তাগিদে দীর্ঘদিন ধরে উক্ত কপি হাউসে কর্মচারী হিসেবে কাজ করতেন।