হাটহাজারীতে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, আটক ১

55

দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে মাকে নিয়ে ঘর থেকে ব্যাংকে যাওয়ার জন্য বের হচ্ছিলেন প্রতিবন্ধী নাঈম উদ্দীন (১৮)। উদ্দেশ্য প্রতিবন্ধীভাতা উত্তোলন করা। এ সময় হঠাৎ মাকে একটু আসছি বলে একা ঘর থেকে বের হন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নাঈম জীবন নিয়ে ঘরে ফিরতে পারেননি। তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার বড়ভাই মো. মহিউদ্দিন। তিনি জানান, গতকাল রবিবার দুপুরে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব দেওয়ান নগর গ্রামের দারোয়ানের পুকুরপাড় এলাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। প্রতিবন্ধী নাঈম ওই এলাকার আবদুল গণির বাড়ির সিএনজি অটোরিক্শা চালক নুরুল ইসলামের পুত্র।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আবুল বশর জানান, এ ঘটনায় স্থানীয় জনতার সহযোগিতায় একই এলাকার কালা মিয়া সওদাগর বাড়ির মৃত তজু মিয়ার পুত্র সালাউদ্দিনকে (৩৮) আটক করেছে পুলিশ।
তিনি জানান, রবিবার দুপুরে নাঈম তার মাকে নিয়ে প্রতিবন্ধীভাতা তুলতে বের হচ্ছিলেন। এ সময় নাঈমের মোবাইলে ফোন আসে। তখন তিনি তার মাকে একটু আসি বলে ঘর থেকে বের হন। প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন নাঈম গুরুতর আহত অবস্থায় দারোয়ানের পুকুরপাড়ের পাশে জমিতে পড়ে আছেন। তার ঘাড়, কপাল ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, স্থানীয়রা সালাউদ্দিন নামে এক যুবককে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করি। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছি। কি কারণে তাকে হত্যার করা হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।
এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সালাউদ্দিন স্বীকার করেছেন তিনি নাঈমকে মেরেছেন। স্থানীয়রা বলছেন, সালাউদ্দিন মানসিক ভারসাম্যহীন। ঘটনার সময় আরও ২-৩ জন যুবক ঘটনাস্থলে ছিলেন।
এ ঘটনায় নিহত নাঈমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।