হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় আহত ৩

1

হাটহাজারীতে এক হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের বরদা ডাক্তার বাড়ির তপন কান্তি মজুমদারের পুত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী প্রান্ত মজুমদার এবং তার পঞ্চাশ ঊর্ধ্বো মা কবিতা মজুমদার ও মাসি রত্না সরকার। গত রবিবার বিকাল ৩টার দিকে উক্ত গ্রামের উপেন্দ্র লাল দত্তের বাড়িতে ফলজ গাছ কাটাকে কেন্দ্র করে এ হিন্দু পরিবারের উপর এ হামলার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহতদের পক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রান্ত মজুমদার বাদি হয়ে একই এলাকার উপেন্দ্র লাল দত্তের পুত্র লিটন দত্ত (৩৫) ও রতন দত্ত (৪৭) নামে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত প্রান্ত মজুমদার বলেন, গত রবিবার বিকালে আমার মায়ের পৈত্তিক সম্পতিতে স্থিত পুকুর পাড় থেকে অভিযুক্তরা ফলজ গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে তারা ও অজ্ঞাতনামা ৩-৪ জন তাদের হাতে থাকা ধারালো লোহার খন্তা ও লাটিসোটা দিয়ে আমাদেরকে এবং আমার মা ও মাসিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া আমার মা ও মাসির গলায় পরিধেয় স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানার এসআই আলমগীর জানান, উক্ত ঘটনায় আহত প্রান্ত মজুমদার একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।