হাটহাজারীতে পাহাড়ের মাটি ভর্তি ট্রাক জব্দ

19

হাটহাজারীতে পাহাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারের পশ্চিমে মুনসুরাবাদ কলোনি এলাকা থেকে মাটি ভর্তি ট্রাকটি (রাজশাহী-ট ৩৫২০) জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারের পশ্চিমে মুনসুরাবাদ কলোনি এলাকায় রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি ড্রাম ট্রাকে ভরে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে জানায়। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার রাতে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
ইউএনও আরও বলেন, জব্দ করা ট্রাকটির চালক মাটিগুলো গুমাদমর্দ্দন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের বলে জানায়। তখন মুজিব চেয়ারম্যানকে ফোন করা হলে তিনি এ কাজের সাথে জড়িত নন বলে জানান। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।