হাটহাজারীতে ন্যায্যমূল্যে ধান বেচাকেনা শুরু

37

সরকার ন্যায্যমূল্যে ধান কেনার ঘোষণা দেওয়ার পর হাটহাজারী উপজেলায় ২৬ টাকা প্রতি কেজি দরে ধান সংগ্রহ শুরু হয়েছে। গত ২২ মে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রæ মারমাসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলা খাদ্য বিভাগ ১০৭ টন ধান সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান ২৬ টাকা দরে ক্রয় করবে। আগামী আগস্ট মাস পর্যন্ত এসব বোরো ধান সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করবে। একজন কৃষক একসাথে ৩টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে। যদি উপজেলা কৃষি অফিসার এই মর্মে প্রত্যয়ন দেন যে, কোনো একজন কৃষকের উৎপাদন বেশি তাহলে সে আরও সমপরিমাণ ধান বিক্রি করতে পারবে। এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন জানান, নির্ধারিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হয়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার কৃষক মো. ওসমান প্রতি কেজি ২৬ টাকা দরে সরকারের নিকট ২৪০ কেজি ধান বিক্রি করেন।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। সোমবার গুমানমর্দন ইউনিয়নে ক্যাম্প করে ধান সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, কৃষক যেন কষ্ট করে উপজেলা পরিষদে না আসতে হয় এবং গাড়ি ভাড়া খরচ করতে না হয়। সেজন্য ইউনিয়ন পর্যায় থেকেই ধান সংগ্রহ করা হবে। সেখান থেকে ট্রাকে করে আমরা সংগ্রহ করা ধান উপজেলার ধলই ও ১১ মাইল এলাকায় থাকা দুটি খাদ্য গুদামে পৌঁছে দেওয়া হবে।