হাটহাজারীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

67

হাটহাজারীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চাকসুর সাবেক ভিপি, মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের নির্দেশে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার পৌরসভা এলাকার একটি প্রতিষ্ঠানে এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সহ-সভাপতি রেজাউল করিম বাবু, সেচ্ছাসেবক দল নেতা সাইফুল তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী এরশাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিজান, মেখল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু মনচুর, ছাত্রদল নেতা কাজী পিয়াল, ইমন, মাসুদ, জাহেদ, রাশেদ, রাসেল, আরমান, জয়নাল, করিম, রহমান ও আরিফ প্রমুখ।
উত্তর জেলা যুবদল :
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এম ইলিয়াছ আলীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীদের রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার প্রথম মাজারে পুস্পস্তবক অর্পণ করেছে। করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করার কারনে ক্ষুদ্র পরিসরে নেতাকর্মীদের নিয়ে তিনি শহীদ প্রথম মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্বার মাগফেরাত কামনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ও রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেন। উক্ত মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম উত্তর ওজলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ্জাহান, যুবদল নেতা এস এম লোকমান হোসেন, গাজী জসিম উদ্দিন, শাহ্জাহান খাঁন, কামাল উদ্দিন, মোহাম্মদ জনি মেম্বার, মোহাম্মদ আলমগীর, গাজী মিজানুর রহমান, নুরুল হুদা হৃদয় প্রমুখ।