হাটহাজারীতে জাতীয় শুদ্ধচার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

41

হাটহাজারীতে জাতীয় শুদ্ধচার কৌশল ও স্থানীয় সরকার প্রাথমিক অবহিতকরণ একটি কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ জাতীয় শুদ্ধচার কৌশল সহায়ক প্রকল্প (এনআইএস-২) জাইকার সহায়তার এ কর্মশালার আয়োজন করে। আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। গত ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত কর্মশালায় শুদ্ধচার বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনআইএস-২ প্রকল্পের জাতীয় কনসালটেন্ট শফিউল আলম ও জাইকার গর্ভনেন্স এস্কপার্ট কিউ নেকা। এতে বক্তব্য রাখেন জাইকার প্রতিনিধি আখিকো ইয়ামা সাবি। কর্মশালায় প্রেজেন্টশনে বলা হয় প্রত্যেক ব্যক্তির মধ্যে শুদ্ধচার থাকলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। সেবা গ্রহন সহজীকরণ হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে শুদ্ধচারের চর্চা করা হলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র অনিয়ম দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো যাবে। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারিখাতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, এনজিও সুশীল সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সুশাসনের জন্য এনআইএস টুলস যথাক্রমে তথ্য অধিকার, সিটিজেন চার্টার অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা গণশুণনানী করলে সেবা সহজীকরণ হবে।