হাটহাজারীতে গ্যাস লাইনে লিকেজ নিয়ে আতঙ্কে ভূক্তভোগীরা

69

হাটহাজারীতে বিভিন্ন স্থানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাসলাইনে অসংখ্য লিকেজ দেখা দিয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দা। বেশিরভাগ সড়কের পাশের এসব লিকেজের মাধ্যমে বুদবুদ আকারে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে করে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অনাকাঙ্কিত দুর্ঘটনা। সরেজমিন ঘুরে দেখা যায়, পৌরসভার ফটিকা এলাকার পশু হাসপাতাল সড়ক, কামাল পাড়া সড়ক, ঈদগাঁ সংলগ্ন রোড, বাসস্টেশন, মেখল রোড, কলেজ গেইট, শায়েস্তা খাঁ পাড়াসহ আরও অন্তত ৭-৮ জায়গায় গ্যাস লাইন পাইপে লিকেজ রয়েছে। এসব স্থানগুলোতে অসংখ্য লিকেজ দিয়ে দীর্ঘদিন গ্যাস বের হচ্ছে। এ ধরণের লিগেজ থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে কর্তৃপক্ষ পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কোম্পানির জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষে ভূক্তভোগীদের অভিযোগ করার বিষয়টি ফলাও করে প্রচার করে থাকে। অথচ এ নিয়ে ভূক্তভোগীরা জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও অবস্থার কোনো পরিবর্তন তথা সমস্যার কোন সুরাহা হয়নি বলে জানান ফটিকা এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন। তিনি আরও বলেন, প্রতিনিয়ত পৌরসভার বিভিন্ন স্থানে এসব লিকেজের মাধ্যমে বুদবুদ আকারে অনবরত গ্যাস নির্গত হচ্ছে।
অথচ দেখার কেউ নেই। ফলে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন যানবাহন চালকসহ সাধারণ পথচারী ও এলাকার বাসিন্দারা। সত্যতা জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশন মহাব্যবস্থাপক প্রকৌশলী সারওয়ার হোসেন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, বিষয়টি স্থানীয় ভূক্তভোগীরা আমাদেরকে এর আগে অবহিত করেনি। বিষয়টি এখন অবহিত হয়েছে এবং এসব লিকেজ মেরামতের জন্য শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।