হাটহাজারীতে একদিনে ৮৩টি স্কুল-কলেজে ৫ হাজার চারা রোপণ

29

পরিবেশের অন্যতম উপাদান বৃক্ষই পারে প্রাকৃতিকে নির্মল রাখতে। তাইতো, আমাদের চারপাশের পরিবশেকে সুন্দর ও স্বচ্ছ রাখতে হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। ইউএনও’র এ ব্যতিক্রমী এ কর্মসূচির নাম রাখা হয়েছে গ্রীন-৫০।
রবিবার সকাল ১০টায় ইউএনও’র সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে গ্রীন-৫০ কর্মসূচির আওতায় উপজেলার ৮৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কমপক্ষে ৫০টি করে মোট ৫ হাজারেরও অধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারারোপণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে গ্রীন-৫০ নামক কর্মসূচি পালন করার উদ্যোগটি গ্রহণ করেছি। উপজেলার সকল স্কুল-কলেজে সকাল ১০ টার দিকে একযোগে আম, কামরাঙা, চালতা, নিম, জাম, কড়ই ও সফেদাসহ প্রায় ১৪ প্রজাতির মোট ৫ হাজার ২০০টি গাছের চারারোপণ করা হয়েছে।
তিনি এই কর্মসূচি সুন্দরভাবে পালন করার জন্য সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, আগামী সপ্তাহে গ্রীন-১০ কর্মসূচির আওতায় ১শ ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ১০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারারোপণ করা হবে।