হাটহাজারীতে ইমাম-মুয়াজ্জিনদের নগদ অর্থ প্রদান

36

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটময় মূহুর্তে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছে আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট। গত মঙ্গলবার ১৯ মে আনোয়ারুল উলুম নোমানীয়া বহুমুখীফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মিলনায়তনে গাউছে জমান আল্লামা আজিজুল হক আল-কাদেরী (রহ)’র স্মরণে উক্ত ট্রাস্টের চেয়ারম্যান শাহাজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন এর ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলার অর্ধ শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের নগদ অর্থ প্রদান করা হয়। এতে সার্বিক তত্ত¡বধানে ছিলেন আনজুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিক্বত শাহ সুফি অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আনজুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জিয়াউল হক সওদাগর। এ ব্যাপারে অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মুহাব্বত করা ও সাহায্য সহযোগিতা করতে পারাটা ভাগ্যের ব্যাপার। উপজেলার অর্ধ শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সাহায্যার্থে এগিয়ে এসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট। দেশে ও সমাজের বিত্তশালীদেরকেও অনুরুপ এগিয়ে আসার তিনি আহব্বান জানান।