হাটহাজারীতে আগুনে বসতঘর পুড়ে ছাই

17

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উক্ত ইউনিয়নের রহিমপুর গ্রামের দুলা মিয়া সারাং বাড়ির প্রকাশ গিয়াস চেয়ারম্যান বাড়ির আকবর হোসেন মিস্ত্রীর বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে আকবর হোসেনের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আগুনের তাপে সজাগ হয়ে দ্রুত বেরিয়ে আসেন তারা। মুহুর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইলে চলে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেনি। বর্তমানে তারা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে মেখলে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।