হাটহাজারীতে অবৈধ করাতকলে অভিযান: কাঠ ও কল জব্দ

51

হাটহাজারী উপজেলার মির্জাপুর ও ধলই ইউনিয়নে ছাড়পত্র ছাড়া করাত কল স্থাপনের অপরাধে ৫টি অবৈধ করাতকল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানাসহ কাঠ ও মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত ৩০ মার্চ দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। জানা যায়, করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ তে বলা আছে, কোন ব্যক্তি ছাড়পত্র ব্যতীত করাত কল স্থাপন বা পরিচালনা করিতে পারিবেন না। তবুও লাইসেন্স ছাড়া জরিমানাকৃত করাতকলগুলো দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অভিযান চালিয়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা ছাড়পত্র না থাকার কথা স্বীকার করে। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, আজকে ছাড়পত্রবিহীন করাতকলে অভিযান চালিয়ে মনিয়া পুকুরপাড় এলাকার করাতকল মালিক ওয়াহিদুল আলমকে ১০ হাজার টাকা, চারিয়া এলাকার মো. সিরাজদৌলাকে ১০ হাজার টাকা, মো. শাহআলমকে ৫ হাজার টাকা, ধলইয়ের এনায়েতপুর বাজারের আরবান আলীকে ১০ হাজার টাকা ও মো. আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ডের পাশাপাশি কাঠ ও মেশিন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনকে হাটহাজারী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হামিদ, সহযোগি সুমন বড়–য়া ও গোলাম মোস্তফা সহযোগিতা করেন।