হলুদ শাদা শরৎ

50

নীল চাঁদোয়ার আকাশ দেখি, দেখি কাশের বন
এই শরতে দুর্গা পূজার বিশাল আয়োজন
ঢোল ও ঢুলির ঢাক ঢপাঢপ ঢাক ঢপাঢপ ঢাক
বাদ্যি শুনি কাঁসর বাজার, শুনি উলু ডাক।

জ্বলতে দেখি পুষ্কুনিতে ফুলকচুরির ঝাড়
মাছরাঙাদের ঠোঁটটা যেন বিশাল তলোয়ার
ছুটছে খালে পাল্টা দিয়ে পুঁটি মাছের ঝাঁক
ঘাটলা থেকে এসব দেখে হলাম হতবাক।

গন্ধ পেয়ে গোরালেবুর গেলাম ছাড়াবাড়ি
শিউলি ফুলের শাদা জাজিম-হলাম অবাক ভারি
কুমড়ো গাছের মাচায় দেখি হলুদ রঙের ফুল
এত্তো হলুদ এত্তো হলুদ মন করে তাই ভুল।

জোছনা শাদা মাখন দেখি শরৎ রাতের গায়
মন খুশিতে নাচি আমি শিশির ভেজা পায়
পুচ্ছতোলা দোয়েল দেখি, দেখি ফড়িং ঘাসে
এই শরতে মন ভরে যায় আনন্দ উচ্ছ¡াসে।