হলদিয়া আহসানিয়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

45

ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবারের পীর কুতুবে যমান মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (ম.জি.আ) বলেছেন মাদ্রাসা শিক্ষা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের শিক্ষা দেয়। তিনি বলেন বাংলাদেশের প্রতিটি মুসলিম পরিবার থেকে কমপক্ষে একজন করে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা কর্তব্য। তিনি গতকাল রবিবার দুপুরে রাউজান হলদিয়া ইউনিয়নের এয়াছিন্নগরে আহসানিয়া রহমানিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) এতিমখানার ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির তকরির করছিলেন। আইনজীবী রেজাউল করিম বাবরের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (ম.জি.আ)। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা এসএম বাবর। সংগঠক মুহাম্মদ উসমান গনীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারিন্দা পীরের ছোট শাহজাদা মাওলানা সাইফুজ্জামান এরফান (ম.জি.আ), ফরহাদাবাদ দরবারের সাজ্জাদানশীন মাওলানা মাহবুবুল হক চৌধুরী ফরহাদাবাদী, বেতাগী দরবারের সাজ্জদানশীন ওবাইদুর রহমান পেঠান শাহ, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা বদরুদ্দিন বদরু, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ সরওয়ার আজম, মুহাম্মদ আলমঙ্গীর, শাহজাদা লুৎফুর রহমান, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, মাওলানা আবছার, মাওলানা বাহাউদ্দিন ওমর, আলহাজ্জ ইদ্রিস চৌধুরী, যুবলীগ নেতা সাব্বির, হাসেম কন্ট্রাক্টর, বখতিয়ার সওদাগর, মো.সাব্বির, জাকের হোসেন, নাজিম উদ্দিন মাইজভান্ডারী, মুহাম্মদ আলমঙ্গীর, মাওলানা সোলাইমান মুকবলী, মাওলানা এয়ার মোহাম্মদ প্রমুখ। রাউজান হলদিয়ায় মাদ্রাসা উদ্বোধন শেষে মোনাজাত করছেন ঢাকা নারিন্দা পীর শাহ আহছানুজ্জামান (ম.জি.আ)। পরে প্রধান মেহমান মাদ্রাসার ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করে মোনাজাত পরিচালনা করেন। ফকিরপাড়া মরহুম সৈয়দ নাজিম উদ্দিনের পরিবার থেকে প্রদত্ত ৯ শতক জায়গারর উপর মাদ্রাসাটি নির্মিত হবে। মাহফিল শেষে দেশ ও জাতীর উন্নতি ও সমৃদ্বি কামনা করে আখেরী মোনাজাত করেন পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ(ম.জি.আ)।