হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মাহফিল

7

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ৯৫তম খোশরোজ শরিফ এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (রহ.)’র স্মরণে চট্টগ্রাম মহানগর খোশরোজ শরিফ মাহফিল প্রস্তুতি কমিটির উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও সেমা মাহফিল গত ২৩ ডিসেম্বর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাফর উল্লাহ। আলোচক ছিলেন চট্টগ্রাম বন্দর সাবেক পরিচালক (প্রশাসন) মো. গোলাম রসূল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সমকাল সিনিয়র সাব-এডিটর নাসির উদ্দিন হায়দার, কলামিস্ট, গবেষক ও রাজনীতিক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, উন্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ, হাফেজ মো. আবুল কালাম। এই সময় বক্তারা বলেন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ছিলেন সুফি জগতের আদর্শ।  তিনি তাঁর জাগতিক জীবনের প্রতিটি সময় সৃষ্টির কল্যাণে ব্যয় করেছেন। তাঁর কাছে ধর্মের-বর্ণের কোন ভেদাভেদ ছিলোনা। যেই তাঁর কাছে সাহায্যের জন্য এসেছেন সেই অনুগ্রহধন্য হয়েছেন। বর্তমানে তাঁর আদর্শে গঠিত হয়েছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট। উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরী, এম মাকসুদুর রহমান হাসনু, মাকসুদুর রহমান দুলাল, মো. ফজলুল হক ফজু, মো. আশরাফুজ্জামান আশরাফ, নুরুল করিম নুরু, মো.আশরাফ উদ্দীন সিদ্দিকী, মো.শওকত হোসাইন, মো. মেজবাহ উদ্দিন, সামশুল ইসলাম, ওমর ফারুখ, আমিনুল ইসলাম সোহেল, মো.জাবেদ, কামাল উদ্দীন, মো.এস এম কামরুজ্জামান, মো.সাইফুল ইসলাম, মো.আকতার মিয়া, মো.মাসুদ, মুহাম্মদ বদিউল আলম ও বিভিন্ন শাখার কর্মকর্তারা। মিলাদ কিয়াম করেন মোঃ ফোরকান। বিজ্ঞপ্তি