হযরত গোলামুর রহমান শাহ’র মাসিক ফাতেহা শরীফ

162

নুরে রহমান হযরত গোলামুর রহমান শাহ প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার মাসিক ফাতেহা আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা-মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (স) শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফি আলহাজ সৈয়দ ছদরুল উলা মাইজভান্ডারী (ম.জি.আ) এর সভাপতিত্বে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন ভারত থেকে আগত হযরত মঈনুদ্দিন চিশতি (র.) আজমীরে খাজা বাবার রওজা শরীফের খাদেম বিশিষ্ট সুফি গবেষক শাহজাদা সৈয়দ মোহাম্মদ জোনাইদ চিশতি (ম.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত জোনায়েদ চিশতির বড় শাহাজাদা সৈয়দ মোহাম্মদ এম এম আলী ফয়সাল চিশতি (ম.জি.আ.)। এতে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ নজর আহমদ, হাজী মোহাম্মদ গোলাম কাদের, আলহাজ্ব এয়াকুব মস্তান, আলহাজ্ব মুনীর, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নুরুল আলম, হাজী ইউনুস সওদাগর, মোহাম্মদ রেজাউল ইসলাম, মাহমুদুল করিম, মোহাম্মদ এমরান, মনসুর আহমদ, মোহাম্মদ কুতুব উদ্দিন, এডভোকেট আসিফ হোসাইন, নাদিম, রুবেল, জাহাঙ্গীর, মোহাম্মদ মাসুদ পারভেজ লেদু, মোহাম্মদ ওসমান, আবদুর রাজ্জাক, প্রদীপ, নিলু, ঝুমুর সর্দার, মোহাম্মদ জাহেদুল আলম, ইয়াছিন, মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ জাকের, মোহাম্মদ জাহেদুল আলম প্রমুখ।
উক্ত ফাতেহা শরীফ শাহজাদায়ে গাউসুলআযম ছৈয়দ মাহাবুবুল বশর মাইজভান্ডারী কর্তৃক নির্দেশিত শাজ্জাদানশীনে গাউসুলআযম মাইজভান্ডারী আলহাজ্ব সৈয়দ ছদরুল উলা মাইজভান্ডারীকে পালন করতে বলেন। প্রতি বাংলা মাসের ২২ তারিখ। বিজ্ঞপ্তি