হতাশা দিয়ে এসএ গেমস শুরু বাংলাদেশের

77

নেপালের জাতীয় খেলা ভলিবল। দেশটির অন্যতম জনপ্রিয় খেলা ভলিবলে প্রত্যাশামতোই শুরু করলে ত্রয়োদশ এসএ গেমসের আয়োজকরা। গতকাল (বুধবার) নারী ভলিবলের উদ্বোধনী ম্যাচে ৩-০ সেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে হিমালয়ের দেশটি।
এক কথায় বাংলাদেশের মেয়েরা দাঁড়াতেই পারেনি নেপালের সামনে। প্রথম সেটে বাংলাদেশ হেরেছে ২৫-৯ পয়েন্টে। দ্বিতীয় সেটে হারের ব্যবধানও তাই। শেষ সেটে ২ পয়েন্ট বেশি স্কোর (২৫-১১) করতে পেরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। গেমস ভলিবলের দুই বিভাগেই বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ নেপাল। নারী দল হারের পর ছেলেরা খেলতে নামবেন উদ্বোধনী দিনে।
আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমস। তবে ভলিবল শুরু হয়েছে চারদিন আগে।