‘হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার’র বিকল্প নেই’

34

গত ১২ জুলাই শুক্রবার বিকেল ৩টায়, আল-ইহসান হজ মিশনের হাজিদের হজ প্রশিক্ষণ কর্মশালা নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্ট হজ মিশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষকের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস্ এর জি.এ. আলহাজ্ব এম.এ. ছবুর, মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসা আরবী প্রভাষক মাওলানা রিয়াজ মাহমুদ, এম. মহিউল আলম চৌধুরী, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, এডভোকেট তৌহিদুল আলম, মাওলানা ইকরামুল হক, আরেফুর রহমান, এডভোকেট ইমরান। বক্তারা বলেন, হজ যাত্রীদের পরিবহনে আমরা বাংলাদেশ বিমান ও সৌদি এয়ার লাইন্স নির্ভর হয়ে পড়েছি। হজ ফ্লাইট অপ্রতুল হওয়ায় হাজিদেরকে ৪৫-৪৭ দিনের দীর্ঘ প্যাকেজে যেতে হয়। যতকারণে হজ যাত্রীদের খরচ যেমন দ্বিগুণ হয়ে যায়, ঠিক তেমনি হজ এজেন্সিগুলোতে লোকসান গুণতে হয়। তাই হজ যাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার অনুমোদনের কোন বিকল্প নেই। বক্তারা এ ব্যাপারে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ভ‚মিকার গুরুত্ব তুলে ধরেন। হাফেজ মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকার আব্দুল ওয়াজেদ, মঈনুল ইসলাম রাজু, হাফেজ মুহাম্মদ মুনির, মুহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আজম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি