হকি খেলোয়াড়-কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

36

বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উদিয়মান হকি খেলোয়াড় (পুরুষ ও মহিলা) ও কর্মকর্তা নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম এর গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠান সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হকি ফেডারেশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কোরিয়া হতে আগত আন্তর্জাতিক হকি কোচ মি: সুনজিং ইও,বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ আ.ন.ম মামুন উর রশিদ, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী (সহ-সভাপতি, সিজেকেএস), আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম (অতিরিক্ত সাধারণ সম্পাদক), আমিনুল ইসলাম (যুগ্ম-সম্পাদক), নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, মোঃ আবদুল বাসেত, তাহেরুল আলম স্বপন, সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো: লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল। বিজ্ঞপ্তি