হকিতে মোহামেডান ও মেরিনার্সের শাস্তি প্রত্যাহার

18

অচলাবস্থা কাটিয়ে হকিকে মাঠে ফেরাতে দুই বছর আগে তৈরি হওয়া জটিলতার অবসান হলো। মোহমেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াংসের কর্মকর্তাদের শাস্তি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২০১৮ সালের জুনে লিগের সুপার ফাইভে মোহামেডান ও মেরিনার্সের মধ্যকার ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দফায় দফায় রিভিউ এবং খেলা বন্ধ থাকলে শেষ পর্যন্ত ৪৪ মিনিটের পর আর খেলাই হয়নি।
ওই ম্যাচের অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িত থাকায় মোহামেডানের কর্মকর্তা আরিফুল হক প্রিন্স, ম্যানেজার আসাদুজ্জামান চন্দন ও মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানাকে পাঁচ বছরের জন্য বহিষ্কার ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। কর্মকর্তা নজরুল ইসলামকেও তিন বছরের জন্য বহিষ্কার ও ৫০ হাজার টাকা জরিমানা করেছিল নির্বাহী কমিটি।